রাজধানীর শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ ভেঙে ফেলা হয়েছে।
শনিবার রাতের অন্ধকারে কে বা কারা এটি ভেঙেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ২০১৩ সালে শাহবাগে গড়ে তোলা হয় ‘প্রজন্ম চত্বর’। মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হিসেবে একটি ভাস্কর্য ছিল এখানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একটি বুলডোজার এনে কয়েকজন প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করে। সকালে সেখানে কাউকে দেখা যায়নি।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে ব্লগারদের যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরিণত হয় তারুণ্যের আন্দোলনে৷
লাখো জনতার সমাবেশে ‘শাহবাগ চত্বর’ বিশ্বব্যাপী পরিচিতি পায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী ঐক্যবদ্ধ হয় এ আন্দোলনে৷ পরবর্তীতে শাহবাগের এ স্থানটি পরিচিতি পায় ‘প্রজন্ম চত্বর’ হিসেবে।
দীর্ঘদিন ধরে বহুবিধ আন্দোলনে ব্যবহার হয়ে আসছে শাহবাগের প্রজন্ম চত্বর।