বিলুপ্ত হল রাজস্ব আদায়কারী সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার মধ্যরাতে এটি বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এর পরিবর্তে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব প্রশাসন বিভাগ।
মঙ্গলবার রাতে জারি করা হয়, বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন অধ্যাদেশ’। এতে বলা হয়েছে, ‘রাজস্ব নীতি বিভাগ’ কর আইনের বাস্তবায়ন এবং রাজস্ব আহরণের ধারা পর্যবেক্ষণ করবে। অন্যদিকে মূল রাজস্ব সংগ্রহের কাজ পরিচালনা করবে ‘রাজস্ব প্রশাসন বিভাগ’। এই বিভাগে প্রশাসন ক্যাডার এবং আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা উভয়েই থাকবেন।
অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছু সামান্য পরিবর্তন আনা হয়েছে।
বিসিএস (আয়কর ও কাস্টমস) ক্যাডারের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করেই বাস্তবায়ন করা হয়েছে ওই অধ্যাদেশ। এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরেই কর্মকর্তাদের বিরোধিতার মুখে ছিল।
এর আগে সোমবার এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটে এনবিআর সদরদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা।
গত কয়েক সপ্তাহ ধরে এনবিআর কর্মকর্তারা প্রস্তাবিত বিভাজন ও প্রশাসন ক্যাডারের নিয়োগের বিরুদ্ধেই আন্দোলন করে আসছিলেন।