চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করতে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত দিয়েছে এক স্কুল ছাত্রী। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ওই শিক্ষক।
ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর নাম রুহি আক্তার (১৩)। তার বাবা প্রবাসী আব্দুর রশিদ এবং মা সুমি বেগম।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধান শিক্ষক পংকজ শর্মার কাছে মঙ্গলবার ভুক্তভোগী অভিযোগ জানিয়ে দরখাস্ত দেয়। এতে সে জানায়, তার জন্ম ২০১২ সালের ১৮ জুন। সে এখনো পড়াশোনা করছে। কিন্তু পরিবার জোর করে তাকে বিয়ে দেওয়ার করছে। এতে সে রাজি নয়। তাই তার প্রধান শিক্ষকের সহায়তা দরকার।
প্রধান শিক্ষক পংকজ শর্মা বলেন, ‘দরখাস্ত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
ইউএনও সুলতানা রাজিয়া বলেন, ‘এই বয়সে এমন সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা মেয়েটির পাশে আছি এবং যে কোন মূল্যে বাল্যবিয়ে ঠেকানো হবে।’
রুহির মা সুমি বেগম জানান, পারিবারিকভাবে ভালো পাত্র দেখা হলেও, বিয়ের দিন-তারিখ ঠিক হয়নি। তাছাড়া, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা হবে না।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। বাল্যবিয়ের ক্ষেত্রে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং আমরা প্রশাসনিক সহায়তা করি।’