বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে শ্রীলংকার নতুন ৬ মুখ

টাইমস স্পোর্টস
1 Min Read
গল টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। ছবি: শ্রীলংকা ক্রিকেট

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলংকা সফরে গেছে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের লংকা সফর। গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। ডাক পেয়েছেন ৬ অনভিষিক্ত ক্রিকেটার।

গল টেস্ট দিয়েই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সাথে স্কোয়াডভুক্ত হয়েছেন অনভিষিক্ত ৬ ক্রিকেটার লাহিরু উদারা, থারিন্দু রথনায়েকে, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান র্তহনায়েকে ও ইশিথা ভিজেসুন্দারা। গল টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে আরো আছেন কুশাল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সূরিয়ার মতো নিয়মিত ক্রিকেটাররা।

বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৫-২৭)। আগের চক্রে (২০২৩-২৫) শ্রীলংকার অবস্থান ছিল ষষ্ঠ, বাংলাদেশ শেষ করেছে সপ্তম অবস্থানে থেকে।

এই সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৫ জুন শুরু হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলংকা স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রথনায়েক, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ঈশিতা ভিজেসুন্দরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *