সাদা বলের দুটো সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ক্যারিবিয়ানদের। বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্রে টাইমস জানতে পেরেছে, সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যু মিলিয়ে।
ওয়ানডে সিরিজ শুরু হওয়ার সম্ভাব্য দিন ১৮ অক্টোবর। তিন ওয়ানডের দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এরপর টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবিয়ানরা।