ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ম্যাক্রোঁ তার পোস্টে লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটানো এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’
তিনি আরও বলেন, ‘শান্তি সম্ভব। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, বন্দীদের মুক্তি দিতে হবে এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’
ম্যাক্রোঁ বলেন, ‘একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করা, গাজাকে সুরক্ষিত করা এবং পুনর্নির্মাণ করা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করে গাজার পুনর্গঠন করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও জানান, এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের জন্য সম্মত হতে হবে এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, ‘এটি এই অঞ্চলের সবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর কোনো বিকল্প নেই।’
ম্যাক্রোঁ তার এক্স পোস্টে আরও বলেন, ‘ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের সকলের দায়িত্ব হলো প্রমাণ করা যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি লিখে এই বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছেন।