সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করবে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এই ঘোষণা দেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ে কর্মবিরতি চলবে। একইসঙ্গে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে কর্মবিরতি পালন করা হবে।
এদিকে মঙ্গলবার সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ঐক্য ফোরাম বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে গঠিত সাত সচিবের কমিটি মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি জানিয়েছে। তিনি তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টার দেশে ফেরার পর।
বুধবার রাতে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন প্রধান উপদেষ্টা। তিনি ৩১ মে দেশে ফিরবেন।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ চাকরি নিরাপত্তা ও পদোন্নতি নিয়ে কিছু বিধান পুনর্বিন্যাস করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে নেমেছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।