এশিয়া কাপের আগে অপ্রত্যাশিত ফাঁকা সূচিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার বাকি থাকলেও জানা যায়, ১৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ডাচরা। কিন্তু বিসিবি সূত্রে জানা গেছে, পিছিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের বাংলাদেশ সফর। ১৪ আগস্টের বদলে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসছে ডাচরা।
সফর পিছিয়ে যাওয়াতে বদলে আসছে সূচিতেও। বিসিবির খসড়া সূচিতে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ আগস্ট, ২ ও ৪ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। মূলত রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেই পেছানো হয়েছে সিরিজের সূচি।
ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়াতেই এশিয়া কাপের আগে মাস দেড়েকের একটা ফাঁকা সূচি যাচ্ছিল বাংলাদেশের। সেই সময়ে বড় কোনো দলের সূচি ফাঁকা না থাকায় নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয়েছে বিসিবির। এশিয়া কাপের আগে লিটন দাসদের মাস দেড়েকের ফাঁকা সূচি আর প্রস্তুতির কথা মাথায় রেখেই তাদের প্রস্তাব দেয়া হয়েছে বিসিবির তরফ থেকে।
আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্পও। নেদারল্যান্ডস সিরিজের পর বাংলাদেশের চ্যালেঞ্জ আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ।