পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠক করেছে। শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।’

তার দাবি, ‘গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। এশিয়া অঞ্চলে সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। বৈঠকে এ বিষয়ে দুই পক্ষই জোর দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোববার পাকিস্তান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। আমরা বলেছি যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো সুন্দর পরিবেশে দ্রুত শেষ করা দরকার।’

মুসলিম রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াত নেতা তাহের। তিনি বলেন, ‘সব মুসলিম রাষ্ট্রের সুসম্পর্কের মাধ্যমে আজ বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, এসব বিষয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক দিক থেকে মুসলিম বিশ্ব যেন কার্যকর পদক্ষেপ নেয়।’

৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলেন, ‘এটা দুটি সরকারের আলোচনার বিষয়। তবে বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় নির্বাচনের বিষয় উঠলেও সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।’

এর আগে, দুপুরে ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ঢাকায় অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় আলোচনার এজেন্ডায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *