রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি রুই এবং দুটি চিতল মাছ ৮৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়ার দু’টি মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছগুলো বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ধরা পড়া ১৫ কেজি ওজনের রুইটি আড়তে আনা হলে, মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম হয়। সেই নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
এছাড়া, অন্য এক আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকা এবং ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মার রুই মাছের ভাল চাহিদা রয়েছে। সচরাচর বড় রুই পাওয়া যায় না। উন্মুক্ত নিলামে কিনে পরে সেই মাছ বিক্রি করেছি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায়, বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। জেলেরাও সেসব মাছ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।