রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তিনি।
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া নুরের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি ওই হামলার ঘটনায় মর্মাহত হয়ে এর নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি নুরুল হক নুরের যথাযথ সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন বিএনপি চেয়ারপারসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
এরআগে, শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাত সাড়ে ৯টার দিকে জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে, চোয়াল ও নাকের হাড় ভেঙেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নুরের চিকিৎসা চলছে। এখনো তিনি ‘শঙ্কামুক্ত’ নন।