মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাসায় চলছে শোকের মাতম ।
তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তার পরিবার রাজশাহী নগরীতে বসবাস করতেন। সোমবার নগরীর উপ-শহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় গিয়ে, স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
এ সময় তার চাচা মতিউর রহমান, কিছু দিন আগে সাগরের রাজশাহীতে বেড়াতে আসার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো সন্তান নেই। সাগরের লাশ আনার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তৌকিরের বাবা তোহরুল ইসলাম এবং মা সালেহা খাতুনকে সোমবার বিকেলেই ঢাকায় আনা হয়। এদিন বিকেলে রাজশাহী নগরীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে বিপুল সংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী হতাহত হয়। ওই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।