নিবন্ধন ফিরে পেল জামায়াত

টাইমস রিপোর্ট
1 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

এর আগে ১৪ মে আপিল বিভাগের শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়েছিল।

২০০৯ সালে জামায়াতের নিবন্ধন বৈধ নয় দাবি করে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন হাইকোর্টে রিট করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে আপিল করার অনুমতি দেয় আদালত।

জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একই বছর নিয়মিত লিভ টু আপিল করে। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেয়, কারণ সে দিন তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে দলটি দেরি মাফ চেয়ে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত করার আবেদন জানায়। শুনানি শেষে গত বছরের ২২ অক্টোবর আদালত আবেদন মঞ্জুর করে।

পরবর্তীতে দীর্ঘ শুনানি শেষে রোববার জামায়াতের পক্ষে রায় দিল আপিল বিভাগ, বাতিল হলো হাইকোর্টের আগের রায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *