নাজিফা তুষি ফিরছেন ‘আন্ধার’ দিয়ে

টাইমস রিপোর্ট
3 Min Read
নাজিফা তুষি

সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের নাজিফা তুষিকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও খুব একটা অভিনয় করেন না। নাটক, বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্র তার কাজের পরিমাণ খুবই মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’-তে বেদেকন্যা কিংবা রেদওয়ান রনির ‘আইসক্রিম’-এ প্রতারক প্রেমিকার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজড় কেড়েছেন। সবাই ভেবেছিলেন তিনি বুঝি চলচ্চিত্রে নিয়মিত হবে। তবে বুঝেশুনে পা ফেলতে পছন্দ তার। বছর তিনেক পর তার নতুন ছবির নাম শোনা গেছে—‘আন্ধার’।

রায়হান রাফী পরিচালিত ছবিটিতে তার সঙ্গে চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। ছবি সংশ্লিষ্ট এক পক্ষ বলছে সিয়াম তার নায়ক, আবার আরেক পক্ষ বলছে চঞ্চল চৌধুরী। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। জানা গেছে, মূল পরিচালক রাফী হলেও ছবির কাস্টিংয়ের ব্যাপারটি দেখছেন অন্য আরেক পরিচালক। ওই পরিচালকের পছন্দেই ঠিক হচ্ছে ছবিটির বিভিন্ন চরিত্রের জন্য অভিনয়শিল্পী।

টাইমস অব বাংলাদেশকে নাজিফা তুষি বলেন, ‘ কাজ করছি এতটুকু বলতে পারি। ভালো হয় আপনি রায়হান রাফীর সঙ্গে এ নিয়ে আলাপ করলেন। কারণ একজন শিল্পী চাইলেই অনেক কিছু বলতে পারে না। আমাদের অনেক বিধি-নিষেধের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না। যা বলার, টিম এবং পরিচালকই বলবেন।’এর আগে ‘হাওয়া’-তে একসাথে অভিনয় করেছিলেন চঞ্চল ও তুষি। সে ছবিতে অবশ্য তার বিপরীতে ছিলেন শরিফুল রাজ। কিন্তু পর্দায় চঞ্চল-তুষির অভিনয় দর্শক-সমালোচকরা বেশ প্রশংসা করেছিল।

নতুন এ ছবি নিয়ে তেমন কিছু জানাতে নারাজ পরিচালক রাফী। তারপরও তিনি বলেন, ‘ছবিটি সম্পর্কে আমরা এখনই কিছু জানাতে চাইনি। কিন্তু কীভাবে জানি ফাঁস হয়ে গেছে। এটি একইসঙ্গে হরর, মিস্ট্রি ও অ্যাকশন ঘরানার ছবি। এতে অনেক বেশি পরিমাণে ভিএফএক্সের কাজ রয়েছে, যা আমাদের দেশের ছবিতে আগে হয়নি। আমরা চেষ্টা করছি হলিউড, বলিউড মানের ভিএফএক্স উপহার দিতে। ছবির শুটিং শেষ করেও বহু মাস সময় লাগবে ভিএফএক্স শেষ করতে। আমাদের ইচ্ছে টেকনিক্যালি রিচ একটা ছবি উপহার দিতে।’

কাস্টিংয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আপনারা যাদের নাম শুনেছেন তারা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে গতানুগতিক জুটির ছবি এটি না। এখানে কেউ কারো জুটি না। আর গল্পও নির্দিষ্ট কাউকে কেন্দ্র করে না।’

আপাতত চলছে ‘আন্ধার’-এর প্রি-প্রোডাকশনের কাজ। ছবিটির গল্প যৌথভাবে লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ডতারকা সাইদুস সালেহীন সুমন ওরফে বেজবাবা সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সেপ্টেম্বর মাস থেকে পূর্ণদমে শুরু হবে ছবির শুটিং। দুই ঈদের মধ্যবর্তী কোনো এক সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

নাজিফা তুষির ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতা দিয়ে। ২০১৪ সালে প্রতিযোগীতায় তিনি ফার্স্ট রানার আপ হয়েছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *