ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের (ডিইউইএস) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে শুরু হয়েছে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষরোপণের বৃহৎ পরিবেশবান্ধব কর্মসূচি।
রোববার সকালে টিএসসি প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সম্মানিত উপদেষ্টা মো. আখতার হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবেশ সংসদের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, ডুফা-র সাধারণ সম্পাদক মিরাজ মিঠু, ডুফার পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ ডুফা নেতৃবৃন্দ ও ডিইউইএস-এর বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ১৯৯৫-৯৬ সেশনের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহৎ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষের চারা স্পন্সর করেন ডুফার লাইফ মেম্বার সোহেল রানা।
উপস্থিত সবাইকে প্রদত্ত কর্মসূচির স্লোগান সম্বলিত টি-শার্ট স্পন্সর করেন দেশের সর্ববৃহৎ মোটর ওয়ার্কশপ মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ বরাবরই ডুফার যেকোনো উদ্যোগেই পাশে থাকে।
উদ্বোধনের পরপরই জসীমউদ্দিন হল অভিমুখে দেশীয় বৃক্ষের সচেতনতামূলক একটি বর্ণাঢ্য ৱ্যালী আয়োজিত হয়। পরবর্তীতে জিয়া হল ও জসীমউদ্দিন হলে দেশীয় ফলদ বৃক্ষ রোপণের কাজ শুরু হয়। এই কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, ক্যাম্পাস চত্বর এবং আশপাশের পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বয়ে ফলদ বৃক্ষ রোপণ করা হবে।
ডুফার সাধারণ সম্পাদক মিরাজ মিঠু বলেন, আমরা শুধু বৃক্ষরোপণ করছি না, আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চাই গোটা দেশজুড়ে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এর পাশাপাশি এখন সময় এসেছে বলার: ‘দেশীয় গাছ লাগান, জীববৈচিত্র্য বাঁচান।’
দেশীয় প্রজাতির ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জাতীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।