২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্থানীয় সরকার বিভাগ দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’র যে আয়োজন করেছে, তা তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে এই প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলা ছাড়া এখন পর্যন্ত দেশের ৬১টি জেলা পরিষদে মোট ২ হাজার ২২৩টি আইডিয়া জমা পড়েছে। এর মধ্যে বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১৬৬টি আইডিয়া।
শুক্রবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
পোস্টে আরও বলা হয়, তরুণদের ব্যাপক উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের প্রেক্ষিতে অনেক জেলা পরিষদ একাধিক আইডিয়া বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে নির্বাচিত আইডিয়া প্রেরণকারীদের সঙ্গে যোগাযোগ ও বাস্তবায়ন কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে ।
তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত প্রতিযোগীতায়, নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।