ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।’

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকের যে প্রসঙ্গটি সম্প্রতি আলোচনায় এসেছে সে সম্পর্কেও প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে হুমায়ুন কবির বলেন, ‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।’

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *