‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই স্মরণে পটুয়াখালীতে পালিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন উদ্দীন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন টিটিসির অধ্যক্ষ মোর্শেদ হোসেন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম বাশার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কে এম কামরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অরজু আক্তার শারমিন, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন।
সিনিয়র ইনস্ট্রাক্টর অবু নোমান নাছের জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে অনুভূতি তুলে ধরেন মালয়েশিয়া প্রবাসী মো. সাইফুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার এবং সৌদি আরবপ্রবাসী মো. সিদ্দিক হাওলাদার।
আলোচনা সভা শেষে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো তিনজনকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।