জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি: সালাউদ্দিন

টাইমস রিপোর্ট
2 Min Read
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Highlights
  • ৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি—এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।  সোমবার সকালে গুলশানে নিজভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘জুলাই সনদে যে কোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি।’

৬টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে ১২টিতে একমত, ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বিএনপি।

এর আগে সালাউদ্দিন বলেছিলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।’

মঙ্গলবার বিকালেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির সামনে জুলাই সনদ উপস্থাপন করার কথা।

৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব দেশের রাজনৈতিক নেতাদের ওপর। তার মতে, কমিশন এ প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে, তবে কার্যকর নেতৃত্ব দিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপের আজকের দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

আলী রীয়াজ জানান, ইতিমধ্যে জুলাই সনদ নিয়ে অন্তত ১৩টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাথমিক ঐকমত্য হয়েছে। কোনো কোনো প্রস্তাবে ভিন্নমত সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে, যা আলোচনার ভিত্তিতে চূড়ান্ত তালিকায় যুক্ত হবে।

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *