জাতীয় সনদ তৈরিতে সবাইকে ছাড় দিতে হবে: আলী রীয়াজ

টাইমস রিপোর্ট
2 Min Read
১২ দলীয় জোটের সঙ্গে আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: পিআইডি
Highlights
  • 'যখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন তরুণদের অভ্যুত্থানে লাখো মানুষ সাড়া দিয়েছে। সেই আন্দোলনের ফলেই আমরা আজ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।'

জাতীয় ঐকমত্যের সনদ তৈরিতে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য না হলে জাতীয় ঐকমত্য সনদ তৈরি সম্ভব নয়। এ জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে।’

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বার্তা সংস্থা বাসস জানায়, আবার যেন স্বৈরশাসনের শেকড় গজাতে না পারে—এমন আশঙ্কায় দেশের সব রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়ে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

১২ দলীয় জোটের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরও অংশ নেন এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বিএনডি চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারার নুরুল আমিন বেপারীসহ ১২ দলের শীর্ষ নেতারা।

ড. আলী রীয়াজ আরো বলেন, ‘এই কমিশনের দায়িত্ব শুধু আলোচনার আয়োজন নয়, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। আমরা শুধু আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারব না, দলের মধ্যেও আলাপ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন তরুণদের অভ্যুত্থানে লাখো মানুষ সাড়া দিয়েছে। সেই আন্দোলনের ফলেই আমরা আজ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ঐক্যের আহ্বান ছড়িয়ে দিতে আপনাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *