চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন ফখরুল

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল সোয়া ১১টা নাগাদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ও তার স্ত্রী রাহাত আরা বেগম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব আবারও ব্যাংককের রুটনিন আই হাসপাতালে যাচ্ছেন। ১৯ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে, ১৪ মে একই হাসপাতালে তার চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হয়।

ব্যাংকক যাওয়ার আগে ১২ আগস্ট রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *