গাজীপুরের শ্রীপুরে উড়ালসেতুর নিচে ঘুমানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জুয়েল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত তিনটার দিকে মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। ঘটনার পরপরই সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাস্থল থেকে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ওই রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমিয়ে ছিলেন। চটের বিছানা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে ঢুকে যায়। একই ছুরিতে রবিনের হাতেও আঘাত লাগে।
গুরুতর আহত জুয়েলকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, নিহত জুয়েল ও গ্রেপ্তার দুইজনই গৃহহীন ভাসমান এবং মাওনা চৌরাস্তা এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত।