গঙ্গাচড়া হামলায় ৫ আসামি রিমান্ডে 

টাইমস ন্যাশনাল
2 Min Read
রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামে ও ভাঙচুরের ঘটনায় পাঁচ যুবককে দুই দিনের রিমান্ডে। ছবি: টাইমস‍

রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ যুবককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ‍

বৃহস্পতিবার বিকালে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এই আদেশ দেন।

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী, (সা.) ইসলাম ও কোরআন শরীফ নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ এবং ইমেজ পোস্ট করার জেরে আলদাদপুর বালাপাড়ায় সনাতনীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিল। তাদের বিরুদ্ধে ৭ দিনের করে রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি  আল এমরান।

এর আগে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামার নামে মামলা করেন।

শনিবার ওই হিন্দুপাড়ার যুবক রঞ্জন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম কোরআন শরীফ ও মহানবীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ ও ইমেজ পোস্ট করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।  এ ঘটনায় রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার জেরে পার্শ্ববর্তী উপজেলা থেকে কিছু উশৃঙ্খল জনতা মিছিল নিয়ে এসে ওই এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এতে ১২টি পরিবারের ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সেগুলো মেরামত করে দেয় উপজেলা প্রশাসন। কয়েকজন আতঙ্কে বাড়ি ছাড়লেও সবাই এখন নিজ বাড়িতে ফিরেছেন।

রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, ‘হামলায় সরাসরি জড়িতদের ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করেছি। অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না। এই ঘটনার মাস্টারমাইন্ডকেও খুঁজছি আমরা।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *