খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া তুলে দেওয়া হয় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে। ছবি: ইউএনবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসায় এই ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

সজীব এম খায়রুল ইসলাম ফুলের তোড়া নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিকাল ৪টার দিকে সজীব এম খায়রুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। সব মিলিয়ে তিন বার এই দায়িত্ব পালন করেছেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *