কুষ্টিয়ায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি: এআই/টাইমস

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার দিন রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুরে শনিবার  রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মসলেমপুর গ্রামের কালু প্রামানিক (৪৬), ষোল দাগ এলাকার মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) এবং ভ্যানচালক রুবেল আলী (২৪) নামে সন্দেহভাজন পাঁচ জনকে আটক করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী (২৬) পেশায় একজন হোটেল কর্মচারী। তার বাড়ি ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে। ঘটনার দিন হোটেলের কাজ শেষ করে স্বামীর সাথে ভ্যানে করে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় মসলেমপুর ফাঁকা মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত স্বামীকে মারধর করে আটকে রেখে ওই নারীর ওপর নির্যাতন চালায়।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন কল পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। আটককৃত পাঁচ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

এদিকে, নির্যাতনের শিকার ওই নারীকে রাতেই থানায় নেওয়া হলেও রোববার সকাল ৯টা পর্যন্ত সেখানেই অবস্থান করতে হয়। দীর্ঘ সময় পর তাকে চিকিৎসাকেন্দ্রে পাঠানোয় প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *