প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৪৭ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে শ্রীলংকা। দিনের প্রথম সেশনে অ্যাটাকিং এপ্রোচে ২১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লংকানরা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারা ওভারপ্রতি প্রায় ৪ রান করে তুলেছেন। বাংলাদেশের বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে ১৬৪ রানে পিছিয়ে থেকে শেষ করেছে প্রথম সেশন।
ইনিংসের শুরু থেকেই এলোমেলো বল করেছেন বাংলাদেশের বোলাররা। আগের ম্যাচে অনিয়ন্ত্রিত বোলিং করা নাহিদ রানার বদলে নতুন বলে শুরু করেন এবাদত হোসেন, সাথে স্পিনার তাইজুল ইসলাম। তবে ইনিংসের প্রথম বলে এবাদতকে চার মেরে নিসাঙ্কাও বুঝিয়ে দেন, নতুন এপ্রোচে ব্যাটিংয়ের কথা।
বাংলাদেশের হতাশার এই সেশনে অষ্টম ওভারে প্রথম ও একমাত্র সুযোগটা তৈরি করেন প্রথম ইনিংসে ৬০ বলে ৩৩ রানের ইনিংস খেলা স্পিনার তাইজুল। তার লেগ-মিডল লাইনে পিচ করা ফুল লেংথ বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হন ওপেনার উদারা। জোরালো আবেদনের পরেও আউট দেননি আম্পায়ার। বাংলাদেশের রিভিউয়ের পর দেখা যায়, বল ক্লিপ করছে অফ-মিডল স্টাম্প লাইনের ওপরের দিকে। তাই আম্পায়ার্স কলে বেঁচে যান উদারা।
আম্পায়ার্স কলে বাঁচার পরের ওভারেই দলীয় ৫০ পেরোয় শ্রীলংকা। টেস্ট ফরম্যাটে ১৯ ইনিংস পর ৫০ পেরোল লংকানদের ওপেনার জুটি। এর আগে ২০২৪ সালের মার্চে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৯৬ রান তুলেছলেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। অবশ্য এই ইনিংসে সেটাও টপকে যাওয়ার সুযোগ আছে ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ৬৪ বলে ৪২ করা নিসাঙ্কা ও ৬২ বলে ৪০* রান করা উদারার সামুনে।