কক্সবাজারের উখিয়া উপজেলায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার নাজির হোছনের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান সায়েম (১৬) ও নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬)। তারা দুজনই একই এলাকার উপকূলীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ভোরে সায়েম ও আবছারসহ তাদের চার বন্ধু মনখালীর সুইজারল্যান্ড পয়েন্ট এলাকায় মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল ঢেউয়ে তাদের এক বন্ধু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সায়েম ও আবছারও পানিতে ভেসে যান। পরে অন্য বন্ধুদের চেষ্টাতেও তারা উদ্ধার হননি।
শনিবার ভোরে ভাটার সময় সুইজারল্যান্ড পয়েন্ট এলাকায় নাজমুলের মরদেহ ভেসে আসে। এরপর দুপুরে ইনানী পয়েন্ট থেকে আবছারের মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, ‘নিখোঁজ হওয়ার পর ভোরে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুপুরে আবছারের মরদেহ পাওয়া যায়।’
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।