জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বুধবার আলোচনায় অংশ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’
এর আগে এদিনের বৈঠকটি ‘বয়কট’ করে জামায়াতে ইসলামী। লন্ডনে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতির প্রতিবাদ জানাতেই জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠক বর্জন করে দলটি বলে জানা গেছে।
লন্ডনে বিএনপির সঙ্গে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কি না এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।’
জামায়াতের সঙ্গে শিগগির প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো বৈঠক হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখছে। সব অংশীজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে। পরবর্তী ১২ কার্যদিবসের মধ্যে আলোচ্য এসব বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি সুরাহায় আসা হবে বলেও জানান প্রেস সচিব।