এবার কাকরাইল সড়কে ইশরাক সমর্থকদের অবস্থান

টাইমস রিপোর্ট
2 Min Read
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় সমর্থকদের অবস্থান। বুধবার তোলা ছবি: ফোকাস বাংলা
Highlights
  • বুধবারই রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকার থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এবার রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা।

এতে কাকরাইল মোড়, মৎস্যভবন ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট।

কাকরাইল এলাকায় অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকেরা। ছবি: ফোকাস বাংলা

গত ১৪ মে থেকে একই দাবিতে নগর ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকেরা। মঙ্গলবার তারা ঘোষণা দিয়েছেন, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এরই পরিপ্রেক্ষিতে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

এ কদিন ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। দাপ্তরিক কাজ বন্ধের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে গ্রাহক সেবা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নগর ভবনের কার্যালয়ে আসতে পারছেন না।

এরই মধ্যে তিনি এ আন্দোলনকে ‘গায়ের জোরে নগর ভবন দখলের চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

এদিকে বুধবারই রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকার থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সকালে ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান। ইশরাক বলেন, ‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো আগামিতে সরাসরি যুক্ত হবেন। এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।’

এ আবহে কাকরাইল ও মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থক বিএনপির নেতা-কর্মীরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *