ইসরাইলের হামলায় দুই জ্যেষ্ঠ ইরানি জেনারেল নিহত হয়েছেন বলে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি ও ডেপুটি হেড অফ অপারেশনস জেনারেল মেহদি রব্বানি ‘শহীদ’ হয়েছেন।
এরআগে বৃহস্পতিবার ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন।
ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।
এছাড়া একই দিন ইসরাইলি হামলায় তেহরানে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড– ‘আইআরজিসির’ প্রধান হোসেইন সালামি নিহত হন। ইসরাইলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা যায়।