মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ উদযাপন হবে বাংলাদেশে। দেশজুড়ে এজন্য নানা প্রস্তুতি সম্পন্ন। চারিদিকে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
ঈদের আগের দিন শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানির মাংস কাটা ও সংরক্ষণের জিনিসপত্র কেনাকাটা, বাসাবাড়ি পরিষ্কার করা, মসলা তৈরি ইত্যাদির ব্যস্ততায় সময় কেটেছে সকলের। কাঁচাবাজার, মশলা ও মাংস কাটার সরঞ্জামের দোকানগুলোতে ভিড় থাকলেও শুক্রবার বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো দেখা গেছে কার্যত ক্রেতাশূন্য।

রাজধানীসহ বড় বড় শহর ছেড়ে মানুষ ছুটেছেন গ্রামের বাড়ির উদ্দেশে। পরিবারের সকলে মিলে ঈদ করতে সবার মাঝে ব্যকুলতা। বড়দের পাশাপাশি শিশুদের দেখা গেছে ঈদ উদযাপনের নানা প্রস্তুতি নিয়ে সময় কাটাতে। যেসব বাসাবাড়িতে কোরবানির পশু কেনা হয়েছে, সেখানে কোরবানির পশু ঘিরে শিশুরা প্রকাশ করেছে উচ্ছ্বাস। কোরবানির পশুকে খাওয়ানোসহ নানা কাজে ব্যস্ত সময় কেটেছে তাদের।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের নামাজ দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। রাজধানীতে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়ার অবনতি হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতসহ সারাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ প্রস্তুতি।
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবারও অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৭টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাত পরিচালনা করবেন। প্রতিকূল আবহাওয়ায় জামাতটি জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, সকাল ৭টা থেকে শুরু করে সর্বশেষ ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচ ধাপে ঈদ জামাত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত ছাড়াও হলভিত্তিক জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে।
বিভিন্ন বিভাগীয় শহরেও প্রস্তুতি চূড়ান্ত। চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় আরেকটি জামাত হবে।
রাজশাহীতে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, খুলনায় সার্কিট হাউস মাঠে একই সময়ে। খুলনার বিভিন্ন মসজিদ ও ওয়ার্ডে ৭০০টির বেশি জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হেমায়েত উদ্দিন ঈদগাহে, সিলেটের শাহী ঈদগাহে সকাল ৮টায় এবং রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায়।
দেশের বৃহত্তম ঈদ জামাতের আয়োজন থাকবে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সকাল ৯টায়। দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানেও লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সারাদেশে মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।