প্লট দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও যুক্তরাজ্যের সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকার পূর্বাচলে মা, ভাই ও বোনের জন্য প্রভাব খাটানোর অভিযোগে টিউলিপসহ আরও ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। সোমবার এ মামলায় অভিযোগ গঠন করে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক। ‘বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়ে আমার জীবন ওলটপালট হয়ে গেছে,’ মন্তব্য করেন তিনি।
তার মতে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং খালা শেখ হাসিনার বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ‘বাংলাদেশে কিছু মানুষ ভুল কাজ করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই,’ বলেন টিউলিপ।
শুনানিতে সশরীরে বা ভিডিও লিংকে অংশ নেবেন কি না– এ বিষয়ে তিনি জানান, হুগো কিথ কেসি থেকে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তাদের পরামর্শ অনুযায়ীই পদক্ষেপ নেবেন। আদালতে হাজির হওয়ার জন্য এখনও আনুষ্ঠানিক সমন পাননি বলেও উল্লেখ করেন তিনি।
‘কয়েকদিন পর এক ভিনদেশে আমার বিরুদ্ধে সাজানো বিচার শুরু হতে যাচ্ছে। অথচ অভিযোগ কী, আমি এখনও জানি না। মনে হচ্ছে, যেন এক দুঃস্বপ্নে আটকে আছি,’ বলেন টিউলিপ।
সরকার জানিয়েছে, প্রয়োজনে টিউলিপের অনুপস্থিতিতেই বিচার চলবে। দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ প্রসঙ্গ আসবে। তবে টিউলিপ দাবি করেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।
এ ছাড়া তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে লন্ডনের কিংস ক্রসে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ রয়েছে।
টিউলিপ বলেন, রাশিয়া সফরে তিনি ও তার বোন খালাকে দেখতে গিয়েছিলেন। ‘আমরা রাজনৈতিক আলোচনায় ছিলাম না, দর্শনীয় স্থান ঘুরেছি, রেস্তোরাঁয় গেছি, কেনাকাটা করেছি,’ বলেন তিনি।
রূপপুর প্রকল্প নিয়ে একটি ছবিকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে টিউলিপ জানান, সফরের শেষ দিনে রাজনীতিবিদ ও পরিবারের সদস্যদের জন্য আয়োজিত চা-চক্রে তার উপস্থিতিতে ছবি তোলা হয়। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই মিনিটের জন্য দেখা করেছিলেন।