আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটে (আসিয়ান) বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন হবে।’ বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া বাংলাদেশকে আবেদন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং এর পরিবর্তে আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হয়ে উঠবে।

বৈঠকের শুরুতে নুরুল ইজ্জাহ সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা জানান, এটি আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক মানুষকে হারিয়েছি।

নুরুল ইজ্জাহকে তার নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানান মুহাম্ম্দ ইউনূস। তিনি বলেন, আপনার রাজনৈতিক দলের সহ-সভাপতি হওয়ার জন্য অভিনন্দন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সংস্কারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকে গুলি খেয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। যুব নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে এটা শুরু হলেও সব শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেয়। জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্ররা দেয়াল ও রাস্তা রাঙিয়েছে।’

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *