অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টির ২০২৪ সালের আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে অবশ্য শিরোপা জেতা হয়নি রকিবুল হাসান-রিপন মন্ডলদের। টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসরেও দল পাঠাবে বাংলাদেশ। তবে আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এইচপির বদলে পাঠানো হবে বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এইচপির বিপক্ষে প্রস্তুতি হিসেবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
২৮ জন ক্রিকেটার নিয়ে গত ১৭ জুন থেকে চট্টগ্রামে শুরু হয়েছে এইচপির প্রথম অনুশীলন ক্যাম্প, চলবে ১৪ জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুশীলন ১৬ জুলাই শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। অবশ্য দ্বিতীয় পর্বের অনুশীলনের মধ্যেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৫ আগস্ট হবে ‘এ’ দলের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
যদিও টপ এন্ড টি-টোয়েন্টির জন্য এখনও ঘোষণা হয়নি ‘এ’ দলের স্কোয়াড। তবে শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছেন হাসান মাহমুদ-আকবরা আলী-আফিফ হোসেন ধ্রুবরা। এর সাথে এই দলে যুক্ত হতে পারেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকতরাও।
১১ দলের টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৪ আগস্ট শুরু হয়ে পর্দা নামবে ২৪ আগস্ট। যদিও এখনো প্রকাশ হয়নি পূর্নাঙ্গ সূচি। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে।