অর্ধেক জিম্মি মুক্তির বিনিময়ে দু’মাসের যুদ্ধবিরতি চায় হামাস

1 Min Read
ফিলিস্তিনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হামাস। ফটো: জেরুজালেম পোস্ট

দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে জীবিত অর্ধেক জিম্মি মুক্তি ও কিছু মরদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হামাস।

স্কাই নিউজ আরবিয়াকে উদ্ধৃত করে জেরুজালেন পোস্ট জানিয়েছে, যুদ্ধবিরতির পাশাপাশি হামাস শর্ত দিয়েছে—অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহ শুরু করতে হবে।

হামাসের আরও দাবি, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে, যুদ্ধবিরতির সময়েই স্থায়ী যুদ্ধসমাপ্তির আলোচনার পথ খুলবে এবং ইসরায়েল যেন ত্রাণ প্রবেশে কোনো বাধা সৃষ্টি না করে।

তবে সূত্র জানায়, হামাস এ নিয়েও সন্দিহান—যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চুক্তি মানতে বাধ্য করতে পারবে কি না।

সবশেষ মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছিল। হামাস আশা করেছিল, এরপর ইসরায়েল মানবিক ত্রাণ ও খাদ্য প্রবেশে অনুমতি দেবে। কিন্তু তা হয়নি। ট্রাম্প প্রশাসনও ইসরায়েলের ওপর কোনো চাপ দেয়নি বলে জানা গেছে।

হামাসের আরও কিছু দাবি

হামাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের গাজা ছাড়ার সুযোগ দিতে হবে এবং ইসরায়েল যেন তাদের বিরুদ্ধে কোনো অভিযান না চালায়।

একই সঙ্গে হামাস জানিয়েছে, ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিলে তারা অস্ত্রও ত্যাগ করতে রাজি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *