অবশেষে ‘ফাতিমা’ আসছে ওটিটিতে

admin
By admin
3 Min Read
‘ফাতিমা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ । ছবি: বঙ্গ

অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রশংসিত ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ফাতিমা’ অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বঙ্গ’তে এর প্রিমিয়ার হবে। ফলে ঘরে বসেই এটি উপভোগ করা যাবে।

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ‘ফাতিমা’র মাধ্যমে বাংলাদেশের বড় পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। ২০২৪ সালের ২৪ মে এটি মুক্তি পাওয়ার পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বঙ্গ’তে এই ছবি আসার কথা ছিলো। কিন্তু হঠাৎ এটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

‘ফাতিমা’র পোস্টারে ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ । ছবি: বঙ্গ

‘ফাতিমা’ পরিচালক হিসেবে ধ্রুব হাসানের প্রথম চলচ্চিত্র। এর গল্প তারই লেখা। তিনি ও আদনান হাবিব মিলে চিত্রনাট্য সাজিয়েছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতাসহ বিভিন্ন প্রতিকূলতার কারণে কাজ শেষ করতে লেগে গেছে সাত বছর।

‘ফাতিমা’র পোস্টার । ছবি: বঙ্গ

তাসনিয়া ফারিণ বলেন, “প্রায় সাত বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে জানালেন সিনেমাটি শেষ করতে চান, তখন অবাক হয়েছিলাম। ‘ফাতিমা’র কাজ শেষ করা ও এর জন্য স্বীকৃতি পাওয়া আমার সুন্দর অভিজ্ঞতা।”

‘ফাতিমা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও সুমিত সেনগুপ্ত । ছবি: বঙ্গ

‘ফাতিমা’য় নাম ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্য দুই বছর আগে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা বিভাগে ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে। ইরানের পর ২০২৩ সালেই অরল্যান্ডো চলচ্চিত্র উৎসব ও ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ছবিটি।

এর মন ছুঁয়ে যাওয়া গল্পে দেখা যায় ফাতিমা ও সুবর্ণার জটিল জীবন– যেখানে ব্যক্তিগত আঘাত, সামাজিক চোখরাঙানি ও আত্মপরিচয় খোঁজার সংগ্রামের সীমারেখা মুছে একাকার। এতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, সংগীতশিল্পী পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা, গাওসুল আলম শাওনসহ অনেকে।

‘ফাতিমা’র পোস্টার । ছবি: বঙ্গ

ছবিটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন। ‘ফাতিমা’র সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম।

ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। আবহ সংগীত তারই তৈরি করা। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *