ভাটারা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অপহৃত ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মোঃ আল নোমান (২২) এবং শিপন চৌধুরী (২২) নামের পাঁচ অপহরণকারীকে।
এজাহার সূত্রে জানা যায়, ভাই ভাই ফল ভান্ডার নামে জাকির হোসেনের একটি দোকান রয়েছে বসুন্ধরা গেটের সামনে লন্ডন একরাম টাওয়ারের পাশে। গত ২৪ জুলাই রাত সাড়ে তিনটার দিকে জাকির কাওরান বাজার এলাকা থেকে ফল কিনে বসুন্ধরায় ফেরেন। তিনি যখন দোকানে গুছিয়ে রাখছিলেন তখন ১০/১২টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা সেখানে পৌঁছে এবং অস্ত্রের ভয় দেখিয়ে জাকিরকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা জাকিরের ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অপহৃতকে হত্যার হুমকি দেয়।
জাকিরের স্ত্রী তাসলিমা আক্তার ৫ লাখ টাকা দিতে রাজি হন এবং সেদিন দুপুর ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নির্ধারিত স্থানে টাকা দিয়ে আসেন। এরপর অপহরণকারীরা আরও ২ লাখ টাকা দাবি করলে তাসলিমা ২৫ জুলাই বেলা ১১টা নাগাদ তাও দিয়ে দেন। কিন্তু অপহরণকারীরা জাকির হোসেনকে না ছাড়ায় ওই দিনই রাত সাড়ে আটটার দিকে তিনি ভাটারা থানায় মামলা করেন।
এরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার করে। এ সময় আসামিদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।