বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি নতুন স্লোগান দিয়েছেন। স্লোগানটি হলো-‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যের শেষে এই স্লোগানটি দেন।

সমাবেশের বক্তব্যে তারেক রহমান দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন এবং দলের নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। এরপর দ্বিতীয়বার আবার বলব, তখন আপনারা সকলে আমার সঙ্গে, একসঙ্গে বলবেন।’
এরপর তিনি স্লোগানটি উচ্চারণ করেন- ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’
তারেক রহমান আরও বলেন, ‘প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’