ভারতে অনুপ্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর

টাইমস ন্যাশনাল
2 Min Read
ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিকে ফেনী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর। ছবি: ইউএনবি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা পাঁচ বাংলাদেশিকে ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।‌ কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাদের হস্তান্তর করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগা জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।

পুলিশ ও বিজিবি জানায়, ওই পাঁচজনের মধ্যে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করা হয়। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে আটকের পর তারা সেখানে তিন মাস যাবৎ কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এক মাস ধরে ভারতীয় কারাগারে বন্দি ছিলেন।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে পাঁচ বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম-ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

এর আগে, ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আইনবহির্ভূতভাবে চার দফায় ৬৭ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। সীমান্তে অপমানজনক পুশইনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। ফলে এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *