বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

টাইমস রিপোর্ট
1 Min Read
উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্বজনের উদ্বেগ। ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে তোলা ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইএসপিআরের সঙ্গে সমন্বয় করেই এ তথ্য হালনাগাদ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালানাগাদ তথ্য জানায়, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

এর আগে, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) মারা যায়। প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী ছিল মাহিয়া।

এদিন বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে। এ নিয়ে এ দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।’

এদিকে, হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি ব্লকে থাকে পরিবারটি। তিন মেয়েকে রেখে ৫ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুপু মিলে বাচ্চাদের লালনপালন করতেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *