জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আটজনের পরিচয় জানতে জনসাধারণের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।
সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, অভ্যুত্থানের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ৮১টি অজ্ঞাতনামা মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলাম রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করে। এরমধ্যে আটজন রয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ।
এতে বলা হয়, আইসিটির তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা ওই আট শহীদের পরিচয় উদঘাটন করা প্রয়োজন। এই আটজনের ছবিসহ অন্যান্য বর্ণনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায় পাওয়া যাবে।
গত ১৫ জানুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান, ২০২৪–এর শহীদদের যে তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে, এতে গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ জন বলে উল্লেখ করা হয়েছে।