৬২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল চসিক

টাইমস রিপোর্ট
2 Min Read
কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: টাইমস

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারী ৬২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্থানীয় সমস্যার সমাধান ও মানুষের জীবনমান উন্নয়নে তরুণদের উদ্ভাবনী উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশকে আরও উজ্জ্বল করে তুলবে।’

তিনি আরও বলেন, ‘শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না; তাদের দেশেই ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ বাড়াতে হবে। অনেকে বিদেশে গিয়ে আর ফিরে আসে না, এতে দেশ তাদের মেধা ও দক্ষতা থেকে বঞ্চিত হয় বলেও মন্তব্য করেন।’

মেয়র জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি চসিক শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে চসিকের অধীনে থাকা ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এ খাতে প্রতি মাসে ছয় থেকে আট কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, যা ব্যয় নয় বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *