হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

টাইমস রিপোর্ট
1 Min Read
অভিনেতা সিদ্দিককে আটকের পর মারধর করে কিছু লোক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম বুধবার (৩০ এপ্রিল) সিদ্দিকুরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোড এলাকায় ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষুব্ধ কয়েকজন সিদ্দিককে মারধর ও হেনস্তা করে। এতে তার টিশার্ট ছিঁড়ে যায় বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। পরে পরে তাকে রমনা থানা সোপর্দ করা হলে থেকে সেখান থেকে গুলশান থানায় স্থানান্তর করা হয়।

২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অভিনেতা সিদ্দিক। তবে সে সময় তিনি মনোয়ন পাননি। তবে এ ঘটনায় তিনি ‘আওয়ামীপন্থী শিল্পী’ হিসেবে চিহ্নিত হন। বিভিন্ন সময় তাকে আওয়ামী লীগের সভা-সমাবেশেও দেখা গেছে।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

আহত জব্বার নিজেই গুলশান থানায় মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *