সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মুজিবর গাজী (৬২) মারা গেছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবরের মৃত্যু হয়।
এর আগে সোমবার সকালে শ্যামনগর উপজেলার সদরের সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।
আহতরা হলেন- ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সরকারপাড়া এলাকার বিমল কুমার সরকার (৫০), তার ভাই অমল কুমার সরকার (৪৫) ও সুশান্ত কুমার সরকার (৩৬), মজিবর গাজীর ছেলে আলম গাজী (৩৫) ও শ্রীফলকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৩৬)।
স্থানীয়রা জানান, বিগত ১৮ থেকে ২০ বছর আগে মুজিবর গাজীর কাছ থেকে সুদে টাকা নেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার সরকার পাড়া গ্রামের বিমল সরকার। সোমবার সকালে সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় তার কাছে সুদের টাকা দাবি করেন মুজিবর গাজী। এ সময় বিমল সরকার বলেন, টাকা অনেক আগে পরিশোধ হয়ে গেছে। আর কোনো টাকা পাওনা নেই। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হন।
পরে তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মুজিবর গাজী ও অমল সরকারের অবস্থার অবনতি হলে রাতেই তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান মুজিবর গাজী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামে দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।