সহায়তা না পেয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিসে আহতদের ভাঙচুর

টাইমস রিপোর্ট
2 Min Read
সহায়তা না পেয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিসে ভাঙচুর চালান আহতরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

আর্থিক সহায়তা না পেয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই অভ্যুত্থানে আহতদের কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের কার্যালয়ে এই ভাঙচুর হয়।

হামলাকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের সহায়তার টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে। এরপর মঙ্গলবার টাকা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর করেছেন।

তাদের অভিযোগ, সহায়তার ওই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ২০ থেকে ২৫ জন আহত  এ দিন দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। তিন– চার ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর জানান, মঙ্গলবার টাকা দেওয়া সম্ভব নয়।  এতে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন।

পরে ফাউন্ডেশনের একজন কর্মচারীর খারাপ আচরণের জেরে  সেখানে ভাঙচুর চালানো হয়।

আহত মামুন হোসেন নামে একজন অভিযোগ করে বলেন, ‘আমরা আহতরা চিকিৎসার অর্থের জন্য এখানে আবেদন করি। কিন্তু এখানে আসার পর আমাদের বারবার টাকা দেওয়া হবে বলে ঘোরানো হয়।’

ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, ‘জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন।’

আর্থিক সহায়তার বদলে আহতদের ঘোরানোর প্রশ্নে তিনি বলেন, ‘গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। যারা এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে টাকা দেওয়া হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *