শোকজ নোটিশের জবাব দিলেন এনসিপির ৫ নেতা

টাইমস রিপোর্ট
2 Min Read
শোকজ নোটিশের জবাব দিলেন এনসিপির ৫ নেতা। ছবি: সংগৃহীত

দলীয় শোকজ নোটিশের জবাব যথাসময়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘শোকজ নোটিশের প্রেক্ষিতে শোকজের জবাব নেতৃবৃন্দ যথাসময়ে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে তা মিডিয়াকে জানানো হবে।’

এদিকে, শোকজের জবাবে হাসনাত জানিয়েছেন, এনসিপির আহ্বায়কের অনুমতি নিয়েই সেদিন ঢাকার বাইরে গিয়েছিলেন তিনি।

তিনি জবাবে লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য। এমন একটি রাষ্ট্র গঠনের আশায়, যেখানে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই এই সরকার গঠিত হয়েছিল। সরকারের উচিত ছিল এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন করা, যা সেই মানুষগুলোর আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে।’

‘কিন্তু আমি এবং অনেকেই ব্যথিত হই, যখন দেখি যে এই ঘোষণাপত্র প্রণয়নের সময় সেই মানুষদের কথা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, যারা অভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিলেন। শহিদ পরিবার, আহত এবং নেতৃত্বদানকারীদের অনেকেই মতামত প্রদানের সুযোগ পাননি, এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকুও পাননি,’যোগ করেন তিনি।

অন্যদিকে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী শোকজের জবাবে বলেছেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা।’

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ঢাকার বাইরে যাওয়াকে কোনো অপরাধও মনে করছেন না তিনি। তার মতে, এটি বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি দায়িত্বশীল মানসিক চর্চা।

তিনি লিখেছেন, ‘৫ আগস্ট ২০২৫ তারিখে আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি। ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ, ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।’

এর আগে, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *