মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অষ্টম বার্ষিকীতে আবারও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রোহিঙ্গারা এখনো রাষ্ট্রহীনতা, নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার। বাংলাদেশসহ আশ্রয়দানকারী দেশে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছে।
ওআইসি আন্তর্জাতিক বিচার আদালতের চলমান মামলাকে সমর্থন জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেয়।
একই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে আদালতের নির্দেশনা মেনে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।
সংস্থাটি বাংলাদেশ ও অন্যান্য ওআইসি সদস্য রাষ্ট্রের মানবিক সহায়তার প্রশংসা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা অব্যাহত রাখতে অনুরোধ জানায়।
পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রতি বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
সংকটের মূল কারণ সমাধানে আন্তর্জাতিক সংহতি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে।