রাজধানীর আদাবর থানার নবদয় হাউজিং এলাকায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যদিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ফর্মা পাতা আল আমীন নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৮টার দিকে আদাবরে গুলির ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. ইব্রাহিম শিকদার। তিনি পেশায় গাড়িচালক। রাত ৯টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলি ভর্তি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে। রুবেল ও সজীব নামে দুইজনকে আটব করা হয়েছে।
জানা গেছে, নিহত ইব্রাহিমের ভাতিজাকে ডিমের গোডাউনে চাকরি নিয়ে দিয়েছিলেন। সেই গোডাউন থেকে চলে আসেন ইব্রাহিমের ভাতিজা। বিষয়টি নিয়ে নবদয় হাউজিং এলাকার একটি ইন্টারনেটের দোকানে সালিশে বসেন ইব্রাহিম ও ওই ডিম ব্যবসায়ী। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে গুলি করে বসেন ডিম ব্যবসায়ী। প্রথম দুটি গুলি না লাগলেও তৃতীয় একটি গুলি ইব্রাহিমের বুকে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতরা গুরুতর আহত হয়েছেন।
ইব্রাহিমের মরদেহ ও আটককৃতদের সবাইকে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমীন ওরফে ফর্মা পাতা আল আমীনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান।