রাকিবের চার গোলে জয় পেল বসুন্ধরা

টাইমস স্পোর্টস
2 Min Read
এক ম্যাচেই রাকিবের চার গোল, গাজীপুরে ফকিরেরপুলকে ৭-২ গোলে উড়িয়ে দিলো বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত

রাকিব হোসেন যেন ছিলেন আগুনে মুড়ে—চার চারটি গোল করে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিলেন। তার এমন বিধ্বংসী পারফরম্যান্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় নিয়ে ফিরলো বসুন্ধরা কিংস।

জাতীয় দলের এই উইঙ্গার আগেই লিগে ছয়টি গোল করেছিলেন, তবে গতকালের চার গোলের ঝলক তাকে নিয়ে গেছে ডাবল ফিগারে—মোট ১০ গোল, যা তাকে শীর্ষ গোলদাতাদের তালিকায় শক্ত অবস্থানে এনে দিয়েছে।

রাকিব ম্যাচের প্রথম গোল করেন ২২ মিনিটে, প্রতিপক্ষ ডিফেন্সের ভুল থেকে পাওয়া বলটি ঠান্ডা মাথায় জালে ঠেলে দেন। এরপর দ্বিতীয়ার্ধে শুরু হয় রাকিব-ঝড়। ৬৮ ও ৭৭ মিনিটে দুই দারুণ ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর ৮৮ মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে শেষ গোলটি করে নিজের চতুর্থ, দলের সপ্তম গোলটি নিশ্চিত করেন।

অফ দা বল মুভমেন্ট, বল পায়ে ও ডিবক্সে ভয়ানক হয়ে ওঠা—সব দিক দিয়েই দিনটা ছিল রাকিবের। ফকিরেরপুলের রক্ষণভাগ যেন রাকিবের গতির সঙ্গে তালই মেলাতে পারেনি।

বসুন্ধরার হয়ে আরও গোল করেন আসরোর গাফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম এবং রফিকুল ইসলাম। ফকিরেরপুলের হয়ে সান্ত্বনার গোল দুটি করেন সান্তো টোডু ও টিটাস দাস, তবে ম্যাচের ভাগ্য ততক্ষণে অনেক আগেই লেখা হয়ে গেছে।

১৬ ম্যাচে ৮টি জয় তুলে বসুন্ধরা কিংস এখন লিগ টেবিলের দুই নম্বরে, ২৮ পয়েন্ট নিয়ে সমানতালে রয়েছে আবাহনীর সঙ্গে, যারা এক ম্যাচ কম খেলেছে।

তবে পুরো আলোটা কেড়ে নিলেন একজনই—রাকিব হোসেন। মৌসুমজুড়ে নীরবে যিনি নিজের গোলসংখ্যা বাড়াচ্ছিলেন, গতকালের এই চার গোলের ঝলকে যেন আলাদা উচ্চতায় উঠে গেলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *