মেহেরপুরে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার আমঝুপি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫), পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫),আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫) আহত হয়েছেন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শেষে ফেরার পথে আমঝুপি বাজারে হঠাৎ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় সে সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি থাকায় আতঙ্কে মানুষ বাজার এলাকা এড়িয়ে চলছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন অভিযোগ করে বলেন, ‘কর্মসূচি শেষে নিজেদের নেতাকর্মীদের ফেরত নিয়ে যাওয়ার সময় সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সাইফুল ইসলামের অনুসারীরা হামলা চালায়।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।